1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর অবৈধ জুয়ায় সয়লাব, প্রশাসন নিরব ভূমিকায় ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন: প্রেসসচিব সবজির বাজারে উত্তাপ, নাগালের বাইরে মাছ রংপুরের মিঠাপুকুর বাসীর গর্ব মো: তাওকির হাসান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুরোহিত ও সেবাইতদের সাতক্ষীরায় ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত মাদক সেবনকারী এবং মানব পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মতবিনিময় সভায় অনুজা নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান হামলায় আবারও রক্তাক্ত হয়ে উঠেছে গাজা উপত্যকা। গত রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮১ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৫৩ জনই ছিলেন গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও অন্তত ১৬৯ জন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ। সেই সময় হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

টানা দেড় বছরের বেশি সময় ধরে চলা অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন। এসব হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসও পার হয়নি, এর আগেই গত ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ১১ হাজার।

হামাসের হাতে বন্দি থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধার করা হবে।

গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য বহুবার আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মহল। ইতোমধ্যে হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট