মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জে ধান ক্ষেত থেকে উদ্ধার ব্যাক্তির লাশের পরিচয় শনাক্ত করেছেন বদরগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে পৌর শহরের বিলপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেন স্থানীয় থানা পুলিশ। পুলিশের ধারণা ওই অজ্ঞাত ব্যাক্তি সেখানে রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। কারণ ঘটনাস্থল থেকে তার কাটার যন্ত্র ও বৈদ্যুতিক খুঁটিতে উঠানোর রড উদ্ধার করা হয়। এছাড়া মরদেহটি যেখানে পড়েছিলো তার সাথেই রয়েছে বৈদ্যুতিক খুঁটি। পরে প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাত মৃত ব্যাক্তির লাশের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম লোকমান হোসেন সে দিনাজপুর জেলার পার্বতী পুর উপজেলার ইউসুফ গ্রামের বাহার উদ্দিনের পুত্র বলে জানান বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ, কে,এম আতিকুর রহমান। তিনি আরও বলেন লাশের পোস্ট মর্টেম করানো হয়েছে এই সংক্রান্ত একটি মামলাও দায়ের করা হয়েছে।