আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদক :
১লা মে দিবসে জামানত ও ঘুষ ছাড়াই ১০জন মাঠ কর্মী পদে চাকুরী দিল রংপুরের মিঠাপুকুর উপজেলার আলোর পথিক ফাউন্ডেশন। মাঠকর্মি পদে চাকুরীর জন্য আবেদন করছিল ৫৭ জন প্রার্থী। আলোর পথিক ফাউন্ডেশন এরশাদমোড় প্রধান কার্যালয়ে স্বাক্ষাৎকারে উপস্থিত ছিল ৫৩ জন প্রার্থী। এর মধ্যে মেধা তালিকায় ২০ জন প্রার্থী বাছাই করা হয়। ১০ জনকে অপেক্ষামান রেখে ১০ জনকে নিয়োগ দেন আলোর পথিক ফাউন্ডেশন। যার রেজিঃ নং ৪৬৫/২০২০
ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ভাইচ চেয়ারম্যান আশিকুর রহমান ও নির্বাহী পরিচালক মাজেদ আলী এ প্রতিবেদককে বলেন, মাঠকর্মী পদে জামানত ও ঘুষ ছাড়াই ১০ জনের নিয়োগপত্র দিচ্ছি, অপেক্ষামান রয়েছে আরও ১০ জন।পর্যাক্রমে তাদেরও চাকুরী হবে।