নিজস্ব প্রতিবেদক:
১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বসে দুই দেশ। দীর্ঘদিন পর এই উচ্চপর্যায়ের আলোচনা উভয় দেশের জন্যই কূটনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আজ সকাল ১০টা ২৫ মিনিটে বৈঠকে যোগ দিতে পদ্মা ভবনে প্রবেশ করেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনপররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।