দামুড়হুদা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার আওতাধীন দামুড়হুদা উপজেলার অন্তর্গত দর্শনা থানা পুলিশ ভূমিকা পণ্য অবস্থায় ও চুয়াডাঙ্গা সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানা পুলিশ এর ইনচার্জ মোহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানা পুলিশ এএসআই মাসুদুর রহমান সঙ্গী ফোর্স নিয়ে মাদক অভিযান পরিচালনা করেন। ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত ৮টা ৩০ মিনিটের দিকে দর্শনা থানা অধীন শান্তিপাড়া নামক স্থানে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামি হলেন, আব্দুল হান্নান কুটি বাবু (৫০) পিতা মৃত্যু চান মিয়া।
চম্পা খাতুন (২৭) পিতা মৃত্যু পিয়ার আলী উভয় সর্ব সাং দর্শনা শান্তি পাড়া। ১ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।