1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে বেশ কিছু ঘরবাড়ি ও মসজিদ প্লাবিত হয়েছে পঞ্চগড়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ৪৭ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা বিশ্বনাথে নিখোঁজ হওয়ার একদিন পর শিশুর লাশ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিল সমাবেশ জুলাই গণজাগরণের সমাজ গঠণে শপথগ্রহণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কপোতাক্ষে ব্রিজ ভেঙে বিপাকে জনপদ, কচুরিপানা উপর দিয়েই চলছে জীবন শান্তিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান মাইলস্টোনে বিমান বিধ্বস্ত দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র তালতলীতে নারী মৎস্যজীবীদের নিয়ে উন্নয়ন ফেডারেশন গঠন নাইক্ষ্যংছড়িতে বান্দরবন জেলা পরিষদ সদস্য ও জামায়াত প্রাথী এডভোকেট আবুল কালামের ফলজও বনজ গাছ এবং সেলাই মেশিন বিতরণ

ভারতীয় চকলেট সহ মাইক্রোবাস ও ৩চোরাকারবী আটক

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
সৈয়দ কামরুজ্জামান,মৌলভীবাজার  প্রতিনিধি:
 শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপরে চেকপোস্ট করাকালে ১০.৪০ ঘটিকায়  HIACE মাইক্রোবাস ও  ভারতীয় চকলেট সহ ০৩ (তিন) জন‘কে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামাল: ক) ১টি নীল রংয়ের HIACE মাইক্রোবাস, রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ-৫৬-৫৭০৩, চেসিস নং- TRH200237331, ইঞ্জিন নং-1TR-1726903, আনুমানিক মূল্য ২০,০০,০০০/- টাকা।
খ) ৪২টি কার্টুন (প্রতি কার্টুনে ২৪টি প্লাস্টিকের বয়াম, মোট ১০০৮টি বয়াম), যার মধ্যে ১,০০,৮০০ পিস 3D BURSTING BALL (ভারতীয় চকলেট)।গ) ১৩টি কার্টুন (প্রতি কার্টুনে ২০টি প্লাস্টিকের বয়াম, মোট ২৬০টি বয়াম), যার মধ্যে ৭,৮০০ পিস Alioth 3D BURSTING BALL (ভারতীয় চকলেট)।ঘ) ২২টি কার্টুন (প্রতি কার্টুনে ২০টি প্লাস্টিকের বয়াম, মোট ৪৪০টি বয়াম), যার মধ্যে ১৩,২০০ পিস Arabin garden gummy Avengers 3D BURSTING BALL (ভারতীয় চকলেট)।
ঙ) ৩৬০টি প্লাস্টিকের বয়াম, মোট ৩৬,০০০ পিস 3D BURSTING BALL (ভারতীয় চকলেট), মোট আনুমানিক মূল্য: ৯,৯৯,০০০/- (নয় লক্ষ নিরানব্বই হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ নবী হোসেন (২০), পিতা- মোঃ তৈয়ব আলী, মাতা- মোছাঃ রিনা বেগম, সাং- স্টাপ কোয়ার্টাস রানী মহল, রোড নং-৬৭, (উসমান আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ডেমরা, জেলা- ঢাকা, ২। মোঃ আমিনুল ইসলাম (৩২) (ড্রাইভার), পিতা- মোঃ নবী হোসেন, মাতা- মোছাঃ আম্বিয়া খাতুন, সাং- চরকোমর ভাঙ্গা পুরাতন মোড়লবাড়ী, থানা- নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমানে সাং- সিরাজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, (বাদালদি, ওয়ার্ড নং-৫২, থানা- তুরাগ, জেলা- ঢাকা, ৩।মোঃ সাইফুল ইসলাম তাইজুল (৩০), (হেলপার), পিতা- মোঃ তোফায়েল আহমদ, মাতা- মোছাঃ তাসলিমা বেগম,  সাং- সাং-চরকোমর ভাঙ্গা পুরাতন মোড়লবাড়ী, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমানে বিল্লাল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-তুরাগ, জেলা- ঢাকা। প্রাথমিক  জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা উক্ত চকলেটগুলো ভারতীয় সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসেছে। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২১, তাং-২২/০৩/২০২৫খ্রিঃ, ধারা-25(1)(b)/25D The Special Powers Act 1974 রুজু হয়। আসামীদের  বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট