1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর অবৈধ জুয়ায় সয়লাব, প্রশাসন নিরব ভূমিকায় ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন: প্রেসসচিব সবজির বাজারে উত্তাপ, নাগালের বাইরে মাছ রংপুরের মিঠাপুকুর বাসীর গর্ব মো: তাওকির হাসান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুরোহিত ও সেবাইতদের সাতক্ষীরায় ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত মাদক সেবনকারী এবং মানব পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মতবিনিময় সভায় অনুজা নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

মেহেরপুর গাংনীর চারটি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুর জেলা প্রশাসনের বিশেষ অভিযানে গাংনী উপজেলার আরও চারটি অবৈধ ইটভাটার কার্যক্রম  সোমবার ১০ মার্চ-২০২৫ বন্ধ করে দেওয়া হয়েছে, অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে চারটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুর রহমান গাংনীর বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,অভিযানে বাঁশবাড়ীয়া এমএ ব্রিকস থেকে ১ লাখ টাকা এবং পোড়াপাড়ার ৫ স্টার ব্রিকস, গাংনীর পান্না ব্রিকস ও দোয়েল ব্রিকস থেকে ২ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। একইসাথে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যামাণ আদালত।
প্রসঙ্গত, ইট প্রস্তুত আইন অনুযায়ী মেহেরপুর জেলার বিদ্যমান শতাধিক ইটভাটা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র পাচ্ছে না,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে হলে আইন অনুযায়ী নতুন করে ইটভাটা স্থাপ করতে হবে,তবে ইটভাটার সাথে সম্পৃক্ত লাখ লাখ মানুষের কর্মের বিষয়টি তুলে ধরেন ইটভাটা চালিয়ে যাচ্ছে ভাটা মালিকরা,এর মধ্যেই উচ্চাদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দেয়। যার প্রেক্ষিতে সারা দেশেই একযোগে চলছে অভিযান।
ইটভাটা মালিকদের দাবি, ইটভাটা চালুর মৌসূমে তাদের বিনিয়োগ হয়েছে কোটি কোটি টাকা। আর এর সাথে লাখ লাখ শ্রমিকের রুটি রুজির প্রশ্ন রয়েছে। তাই চলতি মৌসূম পর্যন্ত ব্যবসার করার সুযোগ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সারা দেশের ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন,তাদের দাবি, ইটভাটার মৌসূমের মাঝপথে এসে এ ধরনের অভিযান কোটি মানুষকে বেকার করবে, যা দেশের বিভিন্ন খাতে এক বিরুপ প্রভাব পড়বে,তাই যেকোনভাবেই তারা চলতি মৌসূমের শেষ পর্যন্ত ইটভাটা চালানোর অনুমতি চাইছেন,ইটভাটা মালিকদের এমন দাবির মধ্যেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট