ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুর জেলা প্রশাসনের বিশেষ অভিযানে গাংনী উপজেলার আরও চারটি অবৈধ ইটভাটার কার্যক্রম সোমবার ১০ মার্চ-২০২৫ বন্ধ করে দেওয়া হয়েছে, অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে চারটি ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুর রহমান গাংনীর বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,অভিযানে বাঁশবাড়ীয়া এমএ ব্রিকস থেকে ১ লাখ টাকা এবং পোড়াপাড়ার ৫ স্টার ব্রিকস, গাংনীর পান্না ব্রিকস ও দোয়েল ব্রিকস থেকে ২ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। একইসাথে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যামাণ আদালত।
প্রসঙ্গত, ইট প্রস্তুত আইন অনুযায়ী মেহেরপুর জেলার বিদ্যমান শতাধিক ইটভাটা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র পাচ্ছে না,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে হলে আইন অনুযায়ী নতুন করে ইটভাটা স্থাপ করতে হবে,তবে ইটভাটার সাথে সম্পৃক্ত লাখ লাখ মানুষের কর্মের বিষয়টি তুলে ধরেন ইটভাটা চালিয়ে যাচ্ছে ভাটা মালিকরা,এর মধ্যেই উচ্চাদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দেয়। যার প্রেক্ষিতে সারা দেশেই একযোগে চলছে অভিযান।
ইটভাটা মালিকদের দাবি, ইটভাটা চালুর মৌসূমে তাদের বিনিয়োগ হয়েছে কোটি কোটি টাকা। আর এর সাথে লাখ লাখ শ্রমিকের রুটি রুজির প্রশ্ন রয়েছে। তাই চলতি মৌসূম পর্যন্ত ব্যবসার করার সুযোগ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সারা দেশের ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন,তাদের দাবি, ইটভাটার মৌসূমের মাঝপথে এসে এ ধরনের অভিযান কোটি মানুষকে বেকার করবে, যা দেশের বিভিন্ন খাতে এক বিরুপ প্রভাব পড়বে,তাই যেকোনভাবেই তারা চলতি মৌসূমের শেষ পর্যন্ত ইটভাটা চালানোর অনুমতি চাইছেন,ইটভাটা মালিকদের এমন দাবির মধ্যেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড