
ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরেই ময়মনসিংহের ফুলপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হাজারো জনতার ঢল নামে শহীদ মিনারে। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন সহ, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর, পৌরসভা, ফায়ার সার্ভিস অফিস, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেত্রীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
এবং সকাল ৯:৩০ মিনিট উপজেলা পরিষদ হলরুমে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তাগন ৫২ থেকে ২৪ সকল গন আন্দোলনের সকল শহীদদের আত্মত্যাগের যথাযোগ্য মর্যাদা দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Like this:
Like Loading...
Related