
যাদের অধিকার আদায়ের লড়াই ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন-তাদের চোখের জল, শ্রদ্ধা এবং ভালোবাসায় বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংসদ ভবনের উত্তর প্লাজা এলাকার জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে খ্যাত খালেদা জিয়া।
আজ বুধবার বিকাল ৪টার পর রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীর দাফন সম্পন্ন হয়।
দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
দাফনের আগে বেলা ৩টা ২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। এতে বিএনপি নেতাকর্মী ছাড়াও লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন।
বিদায় নিইতে আসা মানুষের ভিড়ে পুরো এলাকা যেন এক জীবন্ত শ্রদ্ধা অমৃতের ছোঁয়ায় ভরে ওঠে। গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রামী এই নেত্রীর বিদায়ের মুহূর্তে রাজধানী ইতিহাসের এক গভীর এবং সংবেদনশীল অধ্যায় লিখল।