
টাংগাইল প্রতিনিধিঃ
যেখানে সারাদেশে চলছে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক সেখানে টাঙ্গাইলের ভূঞাপুরের শিক্ষার্থী ও যুবকরা উচ্চস্বরে গানবাজনার মশগুল। প্রশাসনে নিষেধাজ্ঞা অমান্য করে গানবাজনা অব্যাহত রাখায় অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা প্রশাসন।
জানাযায়, বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিয়ালকোল এলাকায় অনুমোদনহীনভাবে পাবলিক প্লেসে সাউন্ড সিস্টেম ব্যবহার করে উচ্চস্বরে গানবাজনা করছিলেন একদল শিক্ষার্থী ও যুবক। পরে উচ্চ শব্দ সৃষ্টি ও শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। অভিযানে শব্দ দূষণকারী যন্ত্রপাতি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ভূঞাপুর থানার এসআই রুবেল সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন- প্রথমে আমাদের পুলিশ সদস্যরা তাদেরকে সতর্ক করে আসেন। তারপরও তারা উচ্চস্বরে গানবাজনা চালিয়ে যাচ্ছিল। পরে খবর পেয়ে অভিযান পরিচালনা করে শিক্ষার্থী ও যুবকদের সর্তক করে ছেড়ে দেয়া হয় এবং গানবাজনার যন্ত্রপাতির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।