
বান্দরবান সদর প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে,
নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত।
এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলা বান্দরবানে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে, উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পাড়ার কিয়াং ঘর নির্মাণ ও সংস্করণের জন্য প্রয়োজনীয় সামগ্রী,শীতার্তদের শীতবস্ত্র এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত সুবিধাভোগীদের হাতে সহায়তা তুলে দেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।
এসময় আরো উপস্থিত ছিলেন,জোন উপ- অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, আগত সুবিধাভোগী জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
২৪শে ডিসেম্বর বিকেলে জেলা সদরের ফারুক পাড়া এলাকায় বড়দিন উপলক্ষে সেনা জোনের তৃতীয় পর্যায়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করে ক্যাপ্টেন ফাহিম মুহাম্মদ আহবাব,বান্দরবান সেনা জোন। অনুষ্ঠানে ফারুক পাড়া কমিউনিটি সেন্টারে ফ্যান,চেয়ার,টেবিল প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ক্যাপ্টেন ফাহিম মুহাম্মদ আহবাব বলেন বান্দরবান সম্প্রীতির জেলা, এ জেলায় বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারণের মাঝে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে।
বান্দরবান সেনা জোনের পক্ষ হতে ইতি মধ্যে এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে এবং আগামীতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,পাড়া কারবারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।