
দামুড়হুদা প্রতিনিধিঃ
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদার নগর গ্রামে ইতালি প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন করার এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে তিনি ওই গ্রামের যুবক রিফাতের বাড়িতে অবস্থান নেয়। এলাকা সূত্রে জানা গেছে, কেদার নগর গ্রামের প্রবাসী ফরিদের ছেলে রিফাতের সঙ্গে ভেদামারি গ্রামের ওই নারীর দীর্ঘদিন যাবত সম্পর্ক চলছিল। ওই নারী ইতালি প্রবাসী স্ত্রী বলে দাবি করা হলেও রিফাতের সঙ্গে সম্পর্কের যে ধরে তিনি বিয়ের দাবিতে রিফাতের বাড়িতে যান। ওই নারীর বাবা-মা খবর শুনে রিফাতের বাড়ি যায়। নিজের নিজের মেয়েকে মারাধারা করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাবা মার সাথে মেয়ে ফিরে যেতে রাজি না হয়ে। বাবা মা বাড়ি ত্যাগ করে চলে যায়। বিষয়টা আরো জানাজানি হলে এলাকার মানুষ রিফাতের বাড়িতে ভিড় জমে যায়। পরে রিফাত ওই নারীকে নিয়ে বাড়ির আশেপাশে আত্মগোপনে চলে যান।