শহীদ বীর” শরীফ ওসমান হাদীর স্মরণে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
প্রকাশিত:
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
৭
বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
ন্যায়, ইনসাফ কায়েম ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী যোদ্ধা শহীদ বীর শরীফ ওসমান হাদীর স্মরণে, গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিক্ষাবিদ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্ল্যাহ এবং গাজীপুর সদর উপজেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর সদর উপজেলার সভাপতি মুফতি মাওলানা মাজহারুল ইসলাম আজিজী, জামায়াতে ইসলামীর ভাওয়ালগড় ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজ, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি নজরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক সিদ্দিকুর রহমান আকন্দ, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি মোবারক হোসেন (জয়নাল) এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন গাজীপুর সদর উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বিপ্লবী শহীদ বীর শরীফ ওসমান হাদীর মানবতার জন্য আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তার গৌরবময় জিবনী আলোচনা করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।