
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠি রাজাপুর( পুটিয়াখালি) মিরার হাট
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় প্রবাসী আলহাজ্ব মাওলানা ফরিদ উদ্দিনের সৌজন্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার কর্তৃক সি.আই.পি ঘোষিত মোঃ সিফাত উল্লাহ।
সভাপতিত্বে করেন বাজার কমিটির সভাপতি সৈয়দ হেমায়েত উদ্দিনের উপস্থিত ছিলেন, ৪নং গালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন আরো ছিলেন
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয়ে উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪–২৫ অর্থ বছরে রেমিট্যান্স প্রেরণের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসীকে ২০২৬ সালের জন্য বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করে।
গত ১৪ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং ১৭ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিআইপি সম্মাননা সনদ প্রদান করা হয়।
সদ্য ঘোষিত সিআইপি তালিকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ সিফাত উল্লাহ নির্বাচিত হওয়ায় তাকে মিরাট (পটুয়াখালী) বিভিন্ন ব্যবসায়ীদে পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মোহাম্মদ সিফাত উল্লাহ তার বক্তব্যে বলেন, “এই সম্মান একান্তই আমার ব্যক্তিগত নয়। মহান আল্লাহর অশেষ রহমতে আমি এ মর্যাদা পেয়েছি। এলাকার মানুষের দোয়া ও ভালোবাসায়ে।