
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আলোর পথিক ফাউন্ডেশনের অর্থায়নে ও বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় মোট ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল বৃত্তি এবং ২১ জন সাধারণ বৃত্তি প্রাপ্ত হয়েছেন।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ৫ জন, তারা হলেন, রূপসী আদর্শ শিশু নিকেতনের শিক্ষার্থী মোছাঃ মাহ্জাবিন মেঘা, রাণীপুকুর ফুলকুঁড়ি শিশু নিকেতনের শিক্ষার্থী সাইয়ারা হাসিন স্নেহা, তালতলা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মোছাঃ ছানিয়া তাসনিম, ময়েনপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ নোশিন নাওয়ার, এম.এ.খালেক মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী মোঃ মাহবুবুল হাবিব।
সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ২১ জন, তারা হলেন, স্টারস প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মোঃ রাজিউল ইবনে শরীফ, স্বপ্নসিড়ি মডেল স্কুলের শিক্ষার্থী মোছাঃ মেফতাউল জান্নাত, মোছাঃ কানিজ ফাতেমা,
আলহাজ্ব আফজাল হোসেন মডেল স্কুলের শিক্ষার্থী মোঃ রাকিবুজ্জামান রাকসান, ময়েনপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আল মোবালিক মুন্না, মোছাঃ মোনালিসা আক্তার, মোঃ জাহিদ হাসান, এম.এ.খালেক মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী মোছাঃ মুনতাসা আক্তার তুবা, শ্যামপুর সুগার মিলস স্কুলের মোঃ মুয়াজ ইবনে রাই, ময়েনপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ কলছুমা আক্তার কেয়া, মোছাঃ আমেনা আক্তার, তালতলা প্রি-ক্যাডেট স্কুলের মোঃ তাসনিম তাবাসসুম রিন্তি, মোঃ মেহেদী হাসান, জ্ঞানবিকাশ মডেল স্কুলের মোছাঃ তাসনিম হুমায়রা ওয়াকিয়া, ব্লু-মিং বার্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মোঃ ওমর ফারুক, রূপসী আদর্শ শিশু নিকেতনের শিক্ষার্থী সায়মা ইসলাম, তৃপ্তি রাণী, মোছাঃ রোকাইয়া তাসনিম সিনতিহা, মোছাঃ মৌরিন আক্তার সোনামনি, মাহিয়া তাবাসসুম মাহি, এবং তাজনগর ব্রাক এর শিক্ষার্থী রাইসা মনি।