
নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধিঃ
গত রাত বারোটার সময় পুলিশের বিশেষ অভিযানে এক দুর্ধর্ষ ডাকাত কে গ্রেফতার করতে সক্ষম হয়। মাননীয় পুলিশ সুপার, বান্দরবান মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি স্যারের তত্ববধানে, ইনচার্জ, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের নেতৃত্বে এসআই (নিঃ)/ সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ)/রনজিৎ চৌধুরী এবং সঙ্গীয় ফোর্স-সহ অদ্য ১৯-১২-২৫ ইং তারিখ শুক্রবার রাত ২৩.১০ ঘটিকার সময় আমির হামজা (৫৭ ) পিতা-মৃত আশরাফুজ্জামান প্রকাশ জামান সাং-করলিয়ামুরা, ০৪ নং ওয়ার্ড, ০২ নং বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি জেলা-বান্দরবান কে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ০৪ (চার) রাউন্ড তাজা কার্তুজ, ০৯ টি গুলির খোসা সহ একজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করা হয়। উল্লেখ্য যে, উক্ত ব্যক্তির নামে নাইক্ষ্যংছড়ি থানার জিআর-২৯৩/১৭ তারিখঃ ২৭-০৮-২০১৭ ইং ধারাঃ ১৪৩,১৪১,৩২৩,৩২৪,৩২৫,৩২৬,৩০৩,৫০৬,৩৪ পেনাল কোড ১৮৬০।নাইক্ষ্যংছড়ি থানার জিআর-৭৪/১১ তারিখঃ ১৪-০৪-২০১১ ইং ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী”২০০৩) এর ৯(১)/৩০ মামলা আছে মর্মে সিডিএমএস এ পাওয়া যায়।এ ব্যাপারে মামলা হচ্ছে বলে জানা যায়।