
বাদল মিয়া,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে পরাজিত ফ্যাসিস্ট সরকারের শত্রু, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জু’মার নামাজের পর সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ একাধিক রাজনৈতিক দলের নেতা কর্মীরা দোয়ায় অংশ গ্রহণ করেন। সরাইলসদর, অরুয়াইল, পাকশিমুল,চুন্টা,কালীকচ্ছ,নোয়াগাও, পানিশ্বর, শাহবাজপুর, শাহজাদাপুর ইউনিয়নের প্রত্যেকটি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি মসজিদে শাহাদাৎ বরনকারী হাদির আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়। দেশপ্রেমিক হাদিকে বেহেশতের উচ্চতম মাকাম জান্নাতুল ফেরদৌসে স্থান করে দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন এর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয় এবং খুনি ,ঘাতকদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি’র ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট আহবান জানানো হয়।