
নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের গোকুলপুর গ্রামে সুশিলের বাড়িতে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। এতে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামালসহ আনুমানিক ১০ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় এ ঘটনাটি ঘটে। ওই সময় বাড়িতে সচরাচর পুরুষ সদস্যরা উপস্থিত থাকেন না; তারা এলাকায় বিভিন্ন চায়ের স্টলে আড্ডায় ব্যস্ত থাকেন। অপরদিকে নারী সদস্যরা রান্নাঘরের কাজে ব্যস্ত থাকায় পরিস্থিতির সুযোগ নিয়ে কৌশলে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে চুরি সংঘটিত করে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে বাড়ির মালিক ও স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে ও পারিবারিক রুটিন সম্পর্কে ধারণা নিয়েই দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে।
এলাকাবাসীর কেউ কেউ জানান, সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা গেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তদন্ত ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চুরির এ ঘটনায় গোকুলপুর গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা নজরদারি বাড়ানো ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সচেতন মহল।