1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে চলছে জমজমাট সুদের ব্যবসা শান্তিতে নেই সাধারণ জনগণ হাদি হত্যাচেষ্টা মামলায় কেরানীগঞ্জ থেকে শুটার ফয়সালের মা–বাবা গ্রেপ্তার অভিযোগ পাহাড়, শাস্তি শূন্য: পার্কন চৌধুরীর অপ্রতিরোধ্য শক্তি! জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আনুষ্ঠানিকভাবে ইইউর মিশন ঘোষণা তারেকের সঙ্গে সাক্ষাৎ করতে বানাতে হবে ‘রিল কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রংপুর বিভাগীয় কমিশনার ও ডিআইজি’র পুলিশ ও গভীর শ্রদ্ধা তালায় মহান বিজয় দিবস অনুষ্ঠিত নলকূপের গর্তে মৃত্যুফাঁদ, প্রশাসন বলছে ‘ইউডি হবে’ নান্দাইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

কিশোরগঞ্জে চলছে জমজমাট সুদের ব্যবসা শান্তিতে নেই সাধারণ জনগণ

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কষ্টময় জীবন নিয়ে চলাফেরা করা ছাড়া আর কিছু নাই মেয়ের বিয়ে দেব টাকা নাই পাশে এক প্রভাবশালী তার কাছে অনেক টাকা, টাকা চাইতে গেলাম টাকা দিবে তবে আমাকে তাকে দিতে হবে ব্যাংকের চেক আর এস্টাম আর জমির কাগজ তারপর সে টাকাটা দিবে আর একটা অবাক করা বিষয় টাকা নেওয়ার আগে সে ব্যক্তি আমাকে বলল

৩০০০০ টাকা দেবে সে তার বিনিময়ে সুদ দিতে হবে প্রতিদিন তাকে হাজার ২০ টাকা করে, হলে টাকা দেবে না হলে দিবেনা আমার মেয়ের বিয়ে সামনে তাই টাকাটা আমার খুব প্রয়োজন আমাকে নিতেই হচ্ছে টাকা কারণ টাকা ছাড়া মেয়ের বিয়ে হয়তো দিতে পারবো না টাকা নিলাম তার সত্য তে রাজি হলাম টাকা নিয়ে বাড়ি আসলাম
আসার পরের দিন সন্ধ্যায় সেই টাকা ওয়ালা সুদারু আমার

দেখা করে বলে আজকের সুদের টাকা দাও টাকার পরিমাণ ৬০০টাকা প্রতিদিন এভাবেই সন্ধ্যা হলেই ৬০০ টাকা করে দিতে হয়। মেয়ের বিয়ে দিলাম বিয়ে দেওয়ার পরে বাড়িতে আর ১০০ টাকাও নাই যে খরচ করে খাব কিন্তু সুদের টাকা ওই ৬০০ টাকা দিতেই হবে একদিন দুইদিন করে বেশ কিছুদিন আমি লুকিয়ে থাকলাম তার সামনে জাইনা কি নিয়ে জাবো আমার কাছে তো টাকা নাই হঠাৎ তার সঙ্গে দেখা সে আমাকে ধরল ধরে বলল আমার টাকা দিয়ে যা সুদের টাকা আসল টাকার হিসাব পরে আগে সুদটা দে আমি তার হাতে পায়ে ধরে বলি আমার কাছে

টাকা নাই মেয়ের বিয়ে দেওয়ার পর আমার হাত একবারেই খালি আমি ঠিক মতো খাইতে পারছিনা পরিবারকে চালাতে পারছি না আমাকে কিছুদিন আরও সময় দেন কিন্তু ওই ব্যক্তি বলল তোর কোন সময় নাই টাকা দিয়ে যেতে হবে অনেক আকুতি মিনতি করলাম কোন লাভ হলো না পরে তার কাছে আমার বাড়ির জমির কাগজ ছিল সে আমার জমি টি আমার কাছ থেকে লিখে নেয় ৬ শতক জমি আমি বেকায়দায় পড়ে জমিটি লিখে দিতে বাধ্য হই প্রভাবশালী এবং সুদারু তাকে কেউ কিছু বলল না আমার পক্ষ নিয়ে কেউ এগিয়ে আসে নাই আমি নিরুপায় বড় নিরুপায় পরে সবকিছু হারিয়ে হয়ে গেলাম দিশেহারা কি করব কুল খুঁজে পাচ্ছি না পরিবারকে নিয়ে কোথায় থাকবো কোথায় যাব

কোন ঠিক ঠিকানা নাই। নীলফামারীর কিশোরগঞ্জে এরকম হাজারো মানুষ সুদের চক্করে পড়ে হারিয়েছে বাড়ি সম্মান অনেক কিছু তবে ইসলামে সুদ খাওয়া হারাম। সুদ যেমন মারাত্মক অপরাধ তেমনি এর শাস্তিও মারাত্মক। মূলধনের অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করাই সুদ। সুদের গুনাহ এতই মারাত্মক যে, এর সর্বনিম্ন অপরাধটি হচ্ছে নিজ মায়ের সঙ্গে জেনা করার সমান। (নাউজুবিল্লাহ)

মানব সমাজের জন্য সুদ এক ব্যাধি। সুদের আরবি পরিভাষা ‘রিবা’। এ সুদের অপরাধ ও শাস্তি কত মারাত্মক হতে পারে তা একটি হাদিস থেকেই অনুমান করা যায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-‘সুদের ৭০ প্রকার গুনাহ রয়েছে। এর সর্বনিম্নটি হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমপর্যায়ের গুনাহ।’ (মুসতাদরেকে হাকেম, আন-নিহায়া ফি গারিবিল হাদিস)

সুদ খাওয়ার শাস্তিইসলামে সুদ খাওয়া হারাম। কোরআনে সুদ খাওয়াকে শুধু হারামই ঘোষণা করা হয়নি বরং সুদের সঙ্গে জড়িত ব্যক্তির অবস্থান কেমন হবে তা-ও উদাহরণসহ কোরআনুল কারিমের একাধিক আয়াতে ওঠে এসেছে। যারা সুদ খায়, তারা কেয়ামতের দিন দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ওই ব্যক্তি; যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে, ক্রয়-বিক্রয়ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লাহ তাআলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। এরপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, আগে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই জাহান্নামে যাবে।যেহেতু সুদ ইসলামে হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম। তাই সুদ থেকে বিরত থাকা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। সুদ থেকে বিরত থাকলে একদিকে যেমন হারাম কাজ থেকে বিরত থাকা যাবে অন্যদিকে সুদের অপরাধ থেকেও মুক্ত থাকা যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুদের মতো মারাত্মক হারাম কাজ ও কবিরা গুনাহ ও অপরাধ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। সুদমুক্ত জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন সুদের বিরুদ্ধে এত কিছু থাকার পরও মানুষ সুদের উপরেই ঢলে পড়েছে এটাকেই ব্যবসার রূপে রূপান্তরিত করেছে গরিব মানুষদের সুদের খৎসরে ফেলে নিজেকে কোটিপতি বলে আখ্যায় তো দিচ্ছে সমাজে তারা অনেক বড় অনেক দামি সমাজসেবক এবং ভদ্র মানুষ হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট