
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন সূর্যোদয়ের সাথে সাথে, ৩১ বার তোপ ধনী সূর্যোদয়ের সাথে সাথে। শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সকাল ১১.০০ টায় জেলা পরিষদ মিলনায়তনে ( নতুন)
জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং জাতীয় পতাকা পেয়েছি। আপনারা মুক্তিযোদ্ধা রাই জাতির শ্রেষ্ঠ সন্তান।