
সেলিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মহান আল্লাহর অশেষ রহমতে ভারতের মুর্শিদাবাদ জেলার গাউছিয়া মুঈনিয়া সুন্নিয়া মাদরাসা’র সালনা জলসা বা বার্ষিক সভা ও দস্তারবন্দী অনুষ্ঠান আজিমুশশান নূরানী পরিবেশে সুসম্পন্ন হয়েছে। অনুষ্টানে ছদারত করেন পীরে ত্বরিকত শাহসূফী সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতী ওরফে হযরত মাহতাব সূফী (মাঃজিঃআঃ) উপস্থিত ছিলেনঃ জনাব মুহাম্মদ তাজ মিয়া, আওলাদে শাহেনশাহ হযরত কুলহু আল্লাহ শাহ (রহ.)।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃশাহজাদা সৈয়দ মুহাম্মদ মউছুলুল হক চিশতী, চট্টগ্রাম।প্রধান বক্তাঃ মুফতি মাওলানা জোবাইর হোসেন মোজাদ্দেদী (মা.জি.আ.)
মুর্শিদাবাদ।
মাওলানা মুহাম্মদ নিয়াজ আহমেদ হাওড়া সিনিয়র মাদরাসা।
বহু ওলামায়ে কেরামগণের নূরানী তকরির, মোট ৬৭ জন ছাত্রের দস্তারবন্দী, বাংলাদেশ থেকে আগত মেহমানদের উপস্থিতি, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বে দায়িত্বরত গুণিজন, বিভিন্ন জেলা থেকে আগত অগণিত ভক্ত মুরিদান মুহিব্বিনদের উপস্থিতিতে এ নূরানী আজিমুশশান সালানা জলসা সুসম্পন্ন হয়েছে।