
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আজ ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রংপুর বিভাগের ৮জেলার ৫৮ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ৮ জেলা প্রশাসন ও ৮ জেলা পুলিশ, ও ৫৮ উপজেলা নির্বাহী অফিসারগণ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আজ মঙ্গলবার সকাল ০৬:৩০ ঘটিকায় রংপুরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেই বীর শহীদদের স্মরণে রংপুর বিভাগের ৮ জেলা ৫৮ উপজেলা সরকারি ও বেসরকারি কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসন ও পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের সাথে নিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।মিঠাপুকুরে ইউএনও মোঃ পারভেজ ও অফিসার ইনচার্জ নুরুজ্জামান পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার শান্তি কামনায় গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের বিদেহী আত্মার শান্তি ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ ছাড়াও জেলা প্রশাসন ও জেলা পুলিশ,উপজেলা প্রশাসন ও উপজেলা পুলিশের রাজনৈতিক দল বিএনপি জামায়াত সহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মিঠাপুকুর বিএনপি সভাপতি ও রংপুর ৫ আসনে ধানের শীষ মনোনিত সংসদ প্রার্থী সহকারী অধ্যাটক গোলাম রব্বানী, জামায়াত রংপুর জেলা আমীর ও দাড়িপাল্লা মনোনিত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুল , মিঠাপুকুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা (রূগ্রাউস) আলোর পথিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধাজানান।