
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক আজ বিকাল ৩ টার দিকে বাড়ির কাজকর্ম শেষ করে তার পরিবার নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। তার ঠিক ২০ মিনিটের মধ্যে চুলার অবশিষ্ট আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জ্বলে ওঠা আগুনের ধোয়ার একাংশ দেখতে পেয়ে তারই এলাকার প্রতিবেশী নুর আলম নামে এক ব্যক্তি চিৎকার করে লোকজনকে ডাকাডাকি করে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পাওয়ার পর নিজ বাড়িতে ছুটে আসেন আব্দুল মালেক ততক্ষণে তার বাড়ির রান্নাঘর খড়িরঘর সহ বাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায়। এলাকার লোকজন বলেন আর কিছুক্ষণ সময় আগুন থাকলে তার সর্বস্ব হারানোর সম্ভাবনা ছিল।