
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার মটুকপুর গ্রামে চাচাতো বোনদের সাথে গ্রামের সড়কে ঘুরতে বেরিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফওয়ান নামের ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর ওই গ্রামের রাকিব হাসান এর ছেলে।
জানা গেছে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাফওয়ান তার চাচাতো বোনদের সঙ্গে গ্রামের সড়কে হাঁটছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দ্রুত চিকিৎসার পাওয়ার আশায় তাকে ঢাকার আজগর আলী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।
পরে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মটুকপুর মাদ্রাসা মাঠে সাফওয়ানের জানাজা শেষে আড়িয়ল কবরস্থানে দাফন করা হয়।
নিহত শিশুর চাচা বাবু মোল্লা জানান, দুর্ঘটনার পর অটোচালক তাদের সঙ্গে টংগিবাড়ী হাসপাতাল পযর্ন্ত ছিলেন। তবে শিশুটির জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকায় তখন চালকের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়নি। তবে তার বাড়ি হাসাইল গ্রামে।
স্থানীয়দের অনেকে অভিযোগ করে বলেন, মটুকপুরের দুর্ঘটনা কবলিত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের তুলনায় সরু। এখানে দুটি স্কুল ও দুটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য শিশু চলাচল করে। কিন্তু অটোরিকশাগুলো বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাব্লিউ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”