
সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধি,
১৯৭১ সালের এই দিনে ৭ নং সেক্টরের ৯১ নং প্লাটুন কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগর এর নেতৃত্বে বগুড়া পাকিস্তানি বাহিনীর দখলমুক্ত হয়। টানা তিন দিনের যুদ্ধ শেষে পাক সেনারা বৃন্দাবনপাড়ায় আত্মসমর্পণ করে এবং শহরে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। শহরের প্রথম পতাকা উত্তোলক ছিলেন কমান্ডার আব্দুস সবুর সওদাগর।
সবুর সওদাগরের পরিবার অভিযোগ করেছে—বিগত সময়ে বগুড়ার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে অন্য ব্যক্তিকে প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে প্রচার করা হয়েছে। এতে প্রকৃত বীরের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এবং তার পরিবারের সদস্যদের দাবি,
আব্দুস সবুর সওদাগরকে সরকারিভাবে বগুড়ার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে।
ইতিহাস বিকৃতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিটকে সঠিক ইতিহাস জনসমক্ষে তুলে ধরার আহ্বান। অন্তবর্তী সরকার ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগর
বগুড়ার গর্ব, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী।
তাঁর প্রতি পরিবার ও বগুড়াবাসীর গভীর শ্রদ্ধা।