
নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধিঃ
অদ্য জুমাবার লেবুছড়ি সড়কে গাড়ি এক্সিডেন্ট করে ৪ জন গুরুতর আহত হন। পাহাড়ি এলাকার আঁকাবাকা ও ঝুঁকিপূর্ণ সড়ক আবারও প্রাণঘাতী রূপ দেখাল। রাঙামাটির লেবু ছড়ি সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে অন্তত ৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লেবু ছড়ি সড়কের একটি বাঁকে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, পাহাড়ি এই সড়কটি অত্যন্ত সরু ও বাঁকপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়।