
স্টাফ রিপোর্টারঃ
৬ বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ৭১ চত্বর গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা ও মানববন্ধন। এ সময় বক্তারা প্রথম শ্রেণির শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতনে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে দিকে বাড়ি ফিরছিল ৬ বছর বয়সী মেয়েটি। এ সময় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার প্রতিরোধ করে কৌশলে মেয়েটিকে তার ঘরে নিয়ে যায়। পরে জোড়পূর্বূক শিশুটিকে ধষণ করে বলে অভিযোগ নির্যাতিতা ও তার পরিবারের। বিকেলে গুরুতর অবস্থায় মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত মিঠুন মজুমদার। প্রথম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে পরিবারকে জানালে তাকে ভর্তি করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে রাতেই নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনা জানাজানি অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশ দেয় এলাকাবাসী।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ৬ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার মিঠুনকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আদালতে অভিযোগপত্র প্রেরণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।