
সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত প্রাঙ্গণে জামিন শুনানির সময় শতাধিক আইনজীবী আবুল সরকারের বিরুদ্ধে কঠোর সাজার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা ‘ধর্ম অবমাননার শাস্তি—ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগান দেন। আইনজীবীরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী যেকোনো অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারি বজায় রাখে।
উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে বাউল আবুল সরকারের ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।