বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মঙ্গলবার ১৪৫ জন্ম ও ৯৩ তম মৃত্যু বার্ষিকী
প্রকাশিত:
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
৬১
বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্ম ও মৃত্যু উভয়ই ৯ ডিসেম্বর হওয়ায় দিনটি ‘বেগম রোকেয়া দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।এই ৯ ডিসেম্বর রোকেয়া দিবসটি নারী জাগরণের প্রতীক ও নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন সহ অধিকার প্রতিষ্ঠার দিন। বেগম রোকেয়া সাখওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোর্দ্দমোরাদ পুর ইউনিয়নের পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করে এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর ভারতের কলকাতায় মৃত্যু বরণ করে।
মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্ম স্থান পায়রাবন্দ সেজেছে নতুন সাজে।প্রতি বছরের মত এবছরেও ৩ দিন ব্যাপি আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়েছে বলে জানাগেছে।এদিকে অন্যান্য বছরের তুলনায় এবছর বেগম রোকেয়াকে নিয়ে স্হানীয় মানুষের মাঝে যে প্রতিশ্রুতি রয়েছে সরকার তার বাস্তবায়ন মূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছে।।