
মাদারীপুর প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার আগামী ২৭ ডিসেম্বর/’২৫ এর অনুষ্ঠিতব্য আসন্ন সাংবাদিক মহা মিলনমেলা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়, আজিজ ভবন,মতিঝিল- ঢাকায় মঙ্গলবার (২,ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও নীতি-নির্ধারক পরিষদের সমন্বয়ে এক যৌথ পূর্ব প্রস্তুতিমমূলক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আসন্ন ২৭ ডিসেম্বরের সাংবাদিক মহা মিলনমেলাকে সার্বিকভাবে সফল করতে এর গতিশীলতা বৃদ্ধি , বাজেট বরাদ্ধ, নিরাপত্তা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেশবরেণ্য সাংবাদিক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের সুযোগ্য সন্তান ও নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সদস্য সচিব আবুল বাশার মজুমদার, সহ-সভাপতি ও মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন মোঃ আতিকুর রহমান আজাদ, নীতিনির্ধারণী পরিষদের সদস্য কবি, লেখক ও গবেষক মুহাম্মদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব ও মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন শিকদার মোঃ আরিফুল আলম টিটো, কার্যনির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আনোয়ারুল হক, সহকারী মহাসচিব নাজমুল হুদা, সাংগঠনিক সচিব যথাক্রমে-মোঃ আজিজুর রহমান জয়নাল, শরীফ মোঃ ফায়েজুল কবীর, চট্রগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ মাসুদ আলম, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ জাফরুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব আলহাজ্ব আমির হোসেন, পরিকল্পনা সচিব মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সচিব মোঃ আনজার শাহ্, কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সদস্য মোঃ আতিকুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।উল্লিখতি প্রস্তুতিমূলক সভায় মিলনমেলা–২০২৫ এর সাংস্কৃতিক কর্মসূচি চূড়ান্তকরণ, বিশিষ্ট অতিথির তালিকা প্রণয়ন, মিডিয়া প্রচার ও ৬৪ জেলা ও আট বিভাগ থেকে প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং যে কোনো সময়ের চাইতে সাংবাদিক মহা মিলনমেলাকে অত্যন্ত গর্জিয়াস ও সফলভাবে সম্পন্ন করার বিষয়ে অগ্রাধিকার দেয়া সহ আনুষাঙ্গিক সম্পৃক্ত অন্যান্য বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করেন যে, এবছর মিলনমেলা হবে সাংবাদিক সমাজের ঐক্য ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ, উপজেলা কমিটি সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সংস্থার ভূমিকা আরো সুসংহত ও শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ, মানসম্মত বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশন এবং ডিজিটাল মিডিয়ার যুগোপযোগী ব্যবহার জোরদার, সততা, নিষ্ঠা- সাহসের সাথে সাংবাদিকতা পরিচালনাকারী সাংবাদিকদের বিশেষ সম্মাননা প্রদান ও তরুণ সাংবাদিকদের উৎসাহিত করতে বিশেষ স্বীকৃতি দেয়ার উদ্যোগের কথাও বলা হয়।

বক্তারা আরো বলেন, সাংবাদিক মহা মিলনমেলা-২০২৫ কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার নৈতিক মূল্যবোধের শক্তিশালী বার্তা বহন করবে। নতুন প্রজন্মের সাংবাদিকদের অভিজ্ঞদের কাছ থেকে শিক্ষা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণা জোগাতে সহায়ক হবে। পরিশেষে সভার সভাপতি মোঃ জামাল হোসেন সকল সদস্য ও শুভানুধ্যায়ীকে সময়মতো উপস্থিত থেকে আসন্ন ২৭ ডিসেম্বর/’২৫ এর অনুষ্ঠানটিকে আন্তরিকতার সাথে সফল করার জন্য সবাইকে উদাত্ত আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।