
হামিদুল হক মার্সাল:
রামু উপজেলার চাকমার কাটা এলাকায় অবস্থিত চাকমার কাটা হিফয খানা-তে উৎসবমুখর পরিবেশে পাঠদান চলছে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করতে হিফয খানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলে কোরআন শিক্ষার প্রচারে এ প্রতিষ্ঠান একটি মাইলফলক।”
এ বছর
হিফয পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ, বই ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের মনোযোগ, শৃঙ্খলা এবং কোরআন মুখস্থ করার প্রতি আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের জন্য উন্নত আবাসন, খাদ্য ও পাঠদানের সুবিধা বৃদ্ধির পাশাপাশি নতুন ভবন নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করা হয়। হিফয খানা কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন।
চাকমার কাটা এলাকার বাসিন্দারা জানান, পাহাড়ি অঞ্চলে ধর্মীয় শিক্ষার বিকাশে এ প্রতিষ্ঠান ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।