1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম ব্যাংক কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপি নিয়োগে মেধাবীরা বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা পৃথিবীকে জয় করতে হলে রাসূল (সা.)-এর শিক্ষা পদ্ধতি অনুসরণের বিকল্প নেই: আজহারী সুখবর পেলেন বিএনপির আরও ৬৫ নেতা কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা, ২০৫০ সালের মধ্যে হবে প্রথম র‌্যাব-১৩, দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা ও অবৈধ কারখানা সিলগালা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগের উন্নতি হবে: সিইসি

মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

ইস্টাপ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারীর মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।

মুন্সীগঞ্জের বর্তমান পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন পেয়েছেন। অন্যদিকে, মুন্সীগঞ্জ পুলিশ সুপার হিসাবে পদায়ন পেয়েছেন নরসিংদী জেলায় এই পদে থাকা মো. মেনহাজুল আলম।

আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানাযায়, গতকাল যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে। সরকারি আদেশ হলে তাঁদের পদায়ন করা হবে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, অতীতে এসপি হিসেবে যাঁরা দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে কর্মকর্তাদের বদলি-পদায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা সংশ্লিষ্ট কমিটির হাতে দেওয়া হয়। লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়। এখন এ ক্ষেত্রে লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট