
আমতলী প্রতিবেদন:
রগুনার আমতলী দুইজন ডাকাত গ্রেফতার করে আমতলী থানা পুলিশ৷ (২৪ নভেম্বর) আজ রোজ সোমবার বেলা ১১ টার দিকে আমতলী উপজেলা আঠারোগাছিয় ইউনিয়নের, হাজার টাকা বাঁধ এলাকা থেকে আমিরুল (৪০) নামক এক, ডাকতকে গ্রেফতার, সহ আরও, একজনকে মোট দুই জন গ্রেফতার করে আমতলী থানা পুলিশ৷ গ্রেফতার কৃত আমিরুল পাবনা জেলার,চাটমহর উপজেলার, রাধানগর মক্তরমোর গ্রামের ফোরকান শেখের ছেলে৷ আমতলী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ, দেওয়ান জোগলুল হাসান জানান, সকাল ৭:৩০ মিনিটে কলাপাড়া থানা থেকে জানানো হয়, একটি ডাকাত দল পিকআপ নিয়ে আমতলীর দিকে আসছে৷ সংবাদ পেয়ে দ্রুত আমতলী মানিকঝুড়ি, চৌরাস্তায় পুলিশ সতর্ক অবস্থানে থাকে৷ এক পর্যায়ে আমতলী চৌরাস্তা অতিক্রম করার সময় পুলিশ গতিরোধ করলে ডাকাতরা,কয়েক রাউন্ড গুলি ছুড়ে৷ পটুয়াখালীর দিকে দ্রুত পিকআপ নিয়ে যায়৷ পুলিশ ধাওয়া করে প্রায় ২ ঘন্টা অভিযান, চালিয়ে হাজার টাকা বাঁধ, এলাকা থেকে পিকআপ সহ এক জন, ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন৷ বাকিরা পালিয়ে যায়৷ অন্যঅন্য ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে৷