
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর হতে দুই কিশোরীকে একসাথে অপহরণ করার অভিযোগ করেছে ভুক্তভোগী দুই মেয়ের পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবার রবিবার রাতে টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে। মামলার অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার আবদুল্লাহ পুর ( অদ্ধনগর ) এলাকার দুই কিশোরী পাশের বেতকা বাজারে যাওয়ার পথে রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টার দিকে রহিম ব্রীজের উপর হতে সিএনজিতে তুলিয়া দুই কিশোর নিয়ে গেছে। তবে এলাাকবাসী সুত্রে জানাগেছে ওই দুই মেয়ের সাথে ঢাকার কেরানিগঞ্জ উপজেলার দুই কিশোরের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্কের জেরে দুই কিশোরী একসাথে পালিয়ে গেছে।
তবে দুই কিশোরী একসাথে এলাকা হতে উধাও হওয়ায় বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মোঃ সাইফুল আলম বলেন, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।