
স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলায় শিয়ালের কামড়ে দুই নারী আহত হয়েছেন। আজ শনিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার ফাতেমা বেগম (৪০) ও ফজিলা বেগম (৩০)। পরে সন্ধ্যায় তারা ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
আহত ফজিলা বেগম জানান, আসর নামাজের পর বাসা থেকে বের হয়ে হাটাহাটি করছিলেন তিনি। এসময় হঠাৎ পাশের ঝোপ থেকে একটি শিয়াল এসে তার পায়ে কামড় দেয়। এর আগে প্রতিবেশী ফাতেমা বেগমকেও কামড় দেয় একই শিয়াল। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে আসে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম জানান, সন্ধ্যায় শিয়ালের কামড় নিয়ে দুই হাসপাতালে আসেন। তাদের মধ্যে ফাতেমার হাতে ও ফজিলার পায়ে কামড়ানোর ফলে উভয়েই গুরুতর আহত হন।