
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অজ্ঞাত সশস্ত্র হামলায় শারপিন মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শারপিন মোল্লার বাড়ি ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকায়। তিনি মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে। পরিবারের সদস্য হাফিজুর রহমান মোল্লা জানান, সন্ধ্যা নামার পর চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে শারপিন মোল্লার ওপর হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দিলে তিনি রাস্তার পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় শারপিন মোল্লাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।