
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক গোলাম রাব্বানীর নেতৃত্বে ৬ হাজার মোটরসাইকেল ১৮ হাজার ভোটারের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ৯টায় মিঠাপুকুর আন্ডারপাস সংলগ্ন মহাবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার শঠিবাড়ী হয়ে বড়হযরতপুর ইউনিয়ন, মির্জাপুর, ইমাদপুর মাঠের হাট হয়ে বালারহাট ইউনিয়ন হয়ে কাফ্রিখাল, ভাংনী, পায়রাবন্দ, রানীপুকুর, লতিবপুর, ময়েনপুর, চেংমারী, বালুয়ামাসিমপুর, মিলনপুর, বড়বালা ইউনিয়ন হয়ে গোপালপুর ইউনিয়ন হয়ে শঠিবাড়ী বন্দর হয়ে মিঠাপুকুরে শেষ হয় শোডাউন।
শোডাউনে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াত আমীর ও রংপুর ৫ মিঠাপুকুর আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী গোলাম রব্বানী, জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াত আমির আসাদুজ্জামান শিমুল, উপজেলা জামায়াত সেক্রেটারি শফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় নেতা-কর্মীরা ‘দাঁড়িপাল্লায় ভোট দিন, পরিবর্তন আনুন’—এই স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। শোডাউন শেষে প্রার্থী গোলাম রাব্বানী উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।