
ক্রীড়া ডেস্কঃ
দেশের হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমে আগেই অধশত রান অর্থাৎ হাফ সেঞ্চুরি পূরণ করেছেন মুশফিকুর রহিম। তবে সেঞ্চুরি হলো হলো করেও শেষ পর্যন্ত আজ হয়নি। অপেক্ষা মাত্র এক রানের।
১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সেই এক রানের রোমাঞ্চ পূরণ করতে আবারও মাঠে নামবেন মুশফিক। যদি নার্ভাস নাইনটিজে ভুগতে না থাকেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল, তাহলে হয়তো মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ওভারেই শততম টেস্টে গৌরবময় সেঞ্চুরিটি করে ফেলবেন তিনি।
তার আগে দিনের শেষ ওভারেও কাঙ্খিত সেঞ্চুরিটি পূরণ করতে পারলেন না মুশফিক। ৯৯ রানে থেকে গেলেন অপরাজিত।
দিন শেষে মুশফিক ১৮৭ বল খেলে ৫টি চারের বিনিময়ে ৯৯ রান করেন। শততম টেস্টে শততম রান বা সেঞ্চুরির অপেক্ষায় শুরুয মুশফিকই নয়,এই অপেক্ষা পুরো বাংলাদেশের।