
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও জোরদার করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বিদ্যমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ কাঠামোকে সম্প্রসারণ করে তা প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন সৌদি ক্রাউন প্রিন্স। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদন।
এমবিএস বলেন, “আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিনিয়োগ করেছি। আশা করছি আজ বা আগামীকাল আমরা ঘোষণা দিতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করছি।”
তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নিরাপত্তা ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে নতুন নতুন চুক্তি হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
ঘোষণায় কিছুটা বিস্মিত প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “আপনারা বলতে চাইছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হতে যাচ্ছে?” জবাবে এমবিএস হাসিমুখে বলেন, “অবশ্যই। আজ যেসব চুক্তি স্বাক্ষর হচ্ছে, এগুলোই সেই লক্ষ্য পূরণে সহায়তা করবে।”
ট্রাম্প আরও বলেন, “৬০০ বিলিয়ন ডলার তো নিশ্চিতভাবেই আসছে। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই বিনিয়োগের অঙ্ক ১ ট্রিলিয়ন পর্যন্ত যেতে পারে। অবশ্য এটা নিয়ে আমাকে একটু কাজ করতে হবে।”
এদিকে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য “মাইলফলক” হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে বিনিয়োগ, কর্মসংস্থান এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করবে।