
রোকসানা কাজল,স্টাফ রিপোর্টারঃ
আজ দুপুর একটার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কোম্পানিতে একটি বড় ধরনের আগুন লেগেছে।
আগুন লাগার সময় এটি একটি রাসায়নিক কারখানা বা রাসায়নিক গুদামস্থাল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারী ও কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে কাজ করছে। কারখানায় দ্রুত বিস্তার পাওয়া আগুন নিয়ন্ত্রণে কঠিন অবস্থার মুখে পড়েছে।
এখনও পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত কাজ করছে।
এইরকম ঘটনা আমাদের দেশের শিল্প ও গুদাম এলাকায় নিয়মিত আগুন-ঝুঁকির বিষয়টি স্মরণ করিয়ে দেয়। নিরাপত্তা ব্যবস্থার প্রতি আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ করে রাসায়নিক কারখানা বা গুদামে যেখানে আগুন লাগলে বিস্তার দ্রুত হয়—সেই ধরনের জায়গায় আগুন নিবারণ ও কর্মীদের নিরাপত্তার দিক থেকে কঠোর তদারকি জরুরি।