
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
আওয়ামী লীগের ঘোষিত ১৭ নভেম্বরের লকডাউন প্রতিহত করতে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লা রাতভর সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (১৬ নভেম্বর) রাত ১১টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত তিনি শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও থানার আওতাধীন প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা, উপজেলা বিএনপির সদস্য মাহাবুব মাদবর, পৌর বিএনপির সদস্য সচিব আজমুল হুদা সেলিম খানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী । সারারাতব্যাপী নেতাকর্মীরা যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা বলেন
ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের উপর জুলুম চাপিয়ে লকডাউনের নামে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায়। কিন্তু জনগণের অধিকার রক্ষায় আমরা রাজপথে আছি, থাকবো। লকডাউন প্রতিহত করতে যেকোনো অপশক্তিকে কঠোর হাতে দমন করা হবে। শিবচরের জনগণের চলাচল ও নিরাপত্তায় কোনো হুমকি বরদাশত করা হবে না। আমরা রাতভর মানুষের জান মালের নিরাপত্তা ও নির্বিঘ্নে যান চলাচলের জন্য রাজপথে ছিলাম, পাদ্মাসেতুর দক্ষিণ পশ্চিম অঞ্চলের নাউডুবা গোলচত্বর থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোল চত্বর পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে ছিল। লিটন চৌধুরীর গুন্ডাবাহিনী কে কোথাও পাওয়া যায়নি পেলে আমরা তাদেরকে প্রতিহত করতাম এবং পুলিশের হাতে সোপর্দ করতাম।
কামাল জামান মোল্লার এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাতভর শিবচরের বিভিন্ন রাস্তা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দৃশ্যমান ছিল। স্থানীয়রা জানান, সড়কে ব্যারিকেড ও আতঙ্ক দূর হওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষায় তারা মাঠে আছেন এবং লকডাউনের নামে সন্ত্রাসী তৎপরতা চলতে দেওয়া হবে না।