
পাবনা প্রতিনিধিঃ
পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্বজন এলাকাবাসী। সোমবার সকালে উত্তর শালগাড়িয়া সরদারপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে জেলা প্রশাসক কর্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সেখানে নিহত শিশু শিক্ষার্থী হাফসার স্বজন ও গ্রামবাসীরা বক্তব্য দেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। প্রায় এক ঘন্টা অবরোধ শেষে পুলিশ প্রশাসনের পক্ষে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।উল্লেখ্য,গত শনিবার রাতে পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকার ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসার মরদেহ তার নানা বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করা হয়। নিহত হাফসা উত্তর শালগাড়িয়া সরদারপাড়ার নানা মল্লিক সরদারের বাড়িতে থাকতো এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বীতিয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পর পুলিশ রমজান ও সাব্বির নামের দুই যুবককে আটক করে।