
তালা প্রতিনিধিঃ
তালায় সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ওষুধ বিতারণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
পূর্বে নাম ছিল “হাজরাকাটি ব্লাড ব্যাংক পরবর্তীতে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তন করে “হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাব” করা হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের জাগরণী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও দিনমজুররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা রক্তের গ্রুপ জানার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের উৎসাহজনক অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন কার্যক্রম বাস্তবিক উপকার বয়ে আনে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. মোঃ সাইদুর রহমান চেম্বার অফ বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন, এসিস্ট্যান্ট সার্জন তালা সার্জিক্যাল ক্লিনিক, বিধান চন্দ্র রায়, ডাঃ অখিল, মশিউর রহমান, অর্জুন বিশ্বাস, আনোয়ার হোসেন, নিরব, মুন্নি খাতুনসহ আরও অনেকে। ডোনার্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জহর হাসান সাগর, শিহাব মোড়ল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান রানা , সহ-সভাপতি হাবিবুল্লাহ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী, শাহরিয়ার মোড়ল, সাইফুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, আলী হাসান মুজাহিদ, ইব্রাহিম সরদার, বোরহান সরদার, মেহেদী হাসান সাব্বির, সাইফুল্লাহ সরদার, ইমন,সোলাইমান প্রমুখ।
আয়োজকরা জানান, ভবিষ্যতে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের সেবা কার্যক্রম চালানো হবে, যাতে মানুষের স্বাস্থ্যসেবা আরও কাছে পৌঁছে এবং মানবিকতার সংস্কৃতি বিস্তৃত হয়।