
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দুটি বাস বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে একটির পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে সামনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু যাত্রী আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।