1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় খোলা বাজারে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধে প্রশাসনের সতর্কতা বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণা র‍্যাব-১৩ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার মাদারীপুরে টিআইবি আয়োজিত কর্মশালায় সুশাসন দেখতে চাইলেন ডিসি আফসানা বিলকিস নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট ৬ মিনিটেই শেষ আদম ফাউন্ডেশন কর্তৃক ফ্রি চক্ষু শিবির রাজবাড়ী দৌলত‌দিয়ায় এক কাত‌ল ৫৩ হাজার টাকায বি‌ক্রয় বান্দরবানে সুয়ালকে দিনদুপুরে জোত পারমিটবিহীন বনের গাছ পাচার দুই দেশকে শায়েস্তায় বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠালেন ট্রাম্প ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

মাদারীপুরে টিআইবি আয়োজিত কর্মশালায় সুশাসন দেখতে চাইলেন ডিসি আফসানা বিলকিস

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপরেন্সী ইন্টারন্যাশল বাংলাদেশ (টিআইবি) এর তত্বাবধানে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর এর আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য প্রদানকালে মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক আফসানা বিলকিস সরকারী সকল দপ্তর সহ সর্বত্র সুশাসিত মাদারীপুর দেখার আহবান জানান। তিনি বলেন, মাদারীপুর সহ আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই- যে বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, আইন ও বিচার সবার জন্য সমান হবে, সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরীণ তন্বী, নিগার সুলতানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্পনা প্রভা, জেলা তথ্য অফিসার মোঃ বেনজীর আহমেদ, দুদকের উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান সহ সরকারী সকল অফিস দপ্তর তথা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অফিস, সড়ক ও জনপথ, এলজিইডি, পিডব্লিউডি, পিডিবি, পিডব্লিউবি, সমাজসেবা, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, শিশু একাডেমী, পরিবার পরিকল্পনা, পশুসম্পদ বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমাবায়, ইনট্যাক্স অফিস সহ অন্যান্য অফিস দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিরা। অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক বিষয়ে বিশদ উপস্থাপনায় ছিলেন ঢাকা থেকে আগত টিআইবি’র কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান। এসময় টিআইবি’র অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক নোবেল, মাদারীপুরের কো-অর্ডিনেটর মোঃ এনায়েত উল্লাহ। নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ, সহ-সভাপতি আন্না আক্তার, সহ-সভাপতি এনায়েত নান্নু, জাতীয় সাংবাদিক সংস্থা,মাদারীপুর জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলার সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর, জনকন্ঠের সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, ইয়েস গ্রুপ মাদারীপুর এর আহবায়ক সাংবাদিক আঞ্জুমান জুলিয়া প্রমুখ।

টিআইবি’র ঢাকা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান কর্মশালার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও করণীয় সম্পর্কে বিশদ বর্ণনা করে তার বক্তব্যে বলেন, প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, জনপ্রশাসনে দক্ষতা বৃদ্ধি, জনগনের অংশগ্রহন, উন্নয়নের প্রতি গুরত্বারোপ এর পাশাপাশি সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, বিচারব্যবস্থা, মৌলিক অধিকার সংরক্ষণ সহ সকল কাজে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও দূর্ণীতি বন্ধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত করা একান্ত আবশ্যক। নইলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব হবে না। পরিশেষে উক্ত কর্মশালায় অংশগ্রহনের জন্য জেলা প্রশাসক সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, টিআইবি প্রতিনিধি, সতেচন নাগরিক কমিটি ও সাংবাদিকসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট