
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওলাদ গ্রুপ ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ভোরে প্রতিপক্ষের লোকজন হঠাৎ হামলা চালিয়ে গুলি করলে ঘটনাস্থলেই আওলাদ গ্রুপের সদস্য আরিফ মীর নিহত হন। আহত ইমরান হোসেনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।