1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

নিয়ামতপুরে কৃষকের ধান কেটে দিলেন বিসিএস ক্যাডার রফিকুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে কৃষকদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে ধান কাটলেন বিসিএস ক্যাডার কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। মাঠপর্যায়ে কৃষকের কষ্ট-পরিশ্রম ঘনিষ্ঠভাবে অনুধাবনের অংশ হিসেবে তিনি এ মানবিক ও অনুকরণীয় উদ্যোগ গ্রহণ করেন। এতে কৃষকদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ ও বাড়িয়েছে মনোবল।
তিনি বলেন প্রতি ৩৩ শতকে ১৮-২০ ধান পাওয়া যাবে।তবে বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক দিন আগে নিয়ামতপুরে ভারী বর্ষণের ফলে অত্র এলাকার বেশীরভাগ কৃষি জমি পানিতে তলিয়ে যায়।যার ফলে ধানের চিটা রোগের সম্ভাবনা রয়েছে এবং ফলন কিছুটা কম হলেও তা তেমন কোন ধরনের সমস্যা হবে না। বর্তমানে আবহাওয়া ভালো রয়েছে।
সকাল ১০টার দিকে উপজেলার পাড়ঐল গ্রামের একাধিক কৃষকের পরিপক্ব আমন ধান কাটার সময় কাস্তে হাতে মাঠে নেমে পড়েন তিনি। শ্রমিকদের সঙ্গে ধান কাটা, বাঁধাই থেকে শুরু করে গাদা পর্যন্ত কাজ করেন এই প্রশাসনিক কর্মকর্তা।
এসময় কথা বলতে গিয়ে মো. রফিকুল ইসলাম বলেন,
“বাংলাদেশ কৃষকের দেশ। কৃষকদের শ্রম ছাড়া এই দেশের খাদ্য নিরাপত্তা সম্ভব নয়। শুধু অফিসে বসে দায়িত্ব পালন নয়, মাঠে-ঘাটে মানুষের সঙ্গে মিশে তাদের বাস্তব অবস্থা জানা একজন কর্মকর্তার দায়িত্ব।”
স্থানীয় কৃষক /ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল বলেন,
“স্যার নিজে এসে ধান কাটলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা মন থেকে খুশি। এতে আমাদের কাজে উৎসাহ বেড়েছে।”
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুরে আমন ধান উৎপাদন অনুকূল হলেও শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে অনেক কৃষক বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিকের সক্রিয় অংশগ্রহণ কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহল বলছে,প্রশাসন ও জনগণের সম্পর্ক শুধু নির্দেশনা নির্ভর নয়, বরং অংশগ্রহণভিত্তিক হওয়া উচিত। নিয়ামতপুরে বিসিএস কর্মকর্তার মাঠে নেমে ধান কাটার ঘটনাটি সারাদেশে ইতিবাচক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট