
কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় তরুণদের খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে পীয়ারলেস ইয়ুথ ক্লাবকে একটি ঘাস কাটার মেশিন উপহার দেওয়া হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিনাত ফৌজিয়ার সৌজন্যে কোন্ডা ইউনিয়ন পরিষদ থেকে এই মেশিনটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ রাসেল, ইউনিয়ন সচিব জনাব মোঃ ইফতেখার, পীয়ারলেস ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আয়াত উল্লাহ্ চৌধুরী সায়মন, সাধারণ সম্পাদক জনাব মোঃ রাকিবুল হাসান এবং ক্লাবের খেলোয়াড়বৃন্দ।
তরুণ প্রজন্মের খেলোয়ারদের উৎসাহ যোগাতে ভার্চুয়ালি যুক্ত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন,“তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের ইতিবাচক কর্মকাণ্ড, বিশেষ করে খেলাধুলা ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ সমাজকে এগিয়ে নেয়। মাঠ শুধু খেলাধুলার স্থান নয়—এটি তরুণদের শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্ব শেখার ক্ষেত্র। পীয়ারলেস ইয়ুথ ক্লাবের মতো সংগঠনগুলো যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তবে আগামী দিনে কেরানীগঞ্জের তরুণরাই সমাজ পরিবর্তনের অগ্রভাগে থাকবে।”
পীয়ারলেস ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আয়াত উল্লাহ্ চৌধুরী সায়মন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এলাকার তরুণদের নিয়ে মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছি। মাঠ সংস্কার ও পরিচর্যার জন্য একটি ঘাস কাটার মেশিন আমাদের দীর্ঘদিনের প্রয়োজন ছিল। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের এই সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। আমরা পীয়ারলেস ইয়ুথ ক্লাব (রেজি. নং যুউঅ–২৭৬)-এর পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও কোন্ডা ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আমরা কেরানীগঞ্জের তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।