র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবা জব্দ; গ্রেফতার-১
প্রকাশিত:
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
৮০
বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
মাদক নির্মূলে র্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সদর থানাধীন ১৩নং চড়াইখোলা ইউনিয়নের অন্তগত ২নং ওয়াডের পশ্চিম কুচিয়ামোড় গ্রামস্থ জনৈক সুকারু এর বাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর ভাড়াবাসায় তল্লাশিকালে ১২৩ (একশত তেইশ) বোতল ফেনসিডিল, ২০৫ (দুইশত পাঁচ) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ছলেমান আলী (৪৮), পিতা-এছলাম উদ্দিন, মাতা-মোছাঃ ছালেহা খাতুন, সাং-পশ্চিম কুচিয়ামোড় (পাঠানপাড়া), থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ইয়াবাসহ প্রভৃতি মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।